পুলিশের এসআই পদে নিয়োগ পেলেন জবির ৬০ শিক্ষার্থী 

নিয়োগপ্রাপ্তদের সঙ্গে ভিসির শুভেচ্ছা বিনিময়
নিয়োগপ্রাপ্তদের সঙ্গে ভিসির শুভেচ্ছা বিনিময়  © টিডিসি ফটো

পুলিশের ৩৯তম বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) নিরস্ত্র পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ৬০ শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে প্রায় সমান সংখ্যক শিক্ষার্থী রয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। 

সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, আশা করছি সবাই দেশের জন্য কাজ করবে। সৎভাবে ও দেশাত্মবোধ নিয়ে সবাই সামনে এগিয়ে যাবে। এ পেশা অনেক দায়িত্বশীল জায়গা। কারণ দেশের শৃঙ্খলা রক্ষার কাজ তোমাদেরই করতে হবে। 

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকভাবে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চাকরিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সম্মান নিয়ে আসছে। চাকরির পথ সুগমে সকলের জন্য উন্মুক্ত লাইব্রেরির ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিকল্পনা নিয়ে উপাচার্য বলেন, আমাদের প্ল্যান আছে, শিক্ষার্থীরা যেন বাইরের দেশের মতো ঘণ্টা অনুসারে পার্ট টাইম জব করতে পারে। কারণ অনেক শিক্ষার্থী আছে, যারা টিউশন পায় না। আর্থিক অবস্থা খারাপ। তাদেরকে যদি পার্ট টাইম চাকরির সুযোগ করে দেয়া যায়, তাহলে অন্তত থাকা-খাওয়ার আর্থিক যোগান হবে।

উদাহরণ হিসেবে উপাচার্য বলেন, আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে লোকবল সংকট। এমন বিভিন্ন সেক্টরে যদি ঘন্টা অনুসারে পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা যায় তাহলে শিক্ষার্থীদের উপকার হবে। বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ তৈরি করার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আমাদের। 

এসময় এসআই হিসেবে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরীর প্রোডাক্ট। বিশ্ববিদ্যালয় আমাদেরকে এ সুযোগ তৈরি করার জন্য। সামনের জুনিয়র শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল লাইব্রেরিতে উন্মুক্ত লাইব্রেরির মতো সুযোগ করে দিলে সবাই সুবিধা পাবে।


সর্বশেষ সংবাদ