জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি: ২য় রিলিজ স্লিপ আবেদনের সময় বেড়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ২য় রিলিজ স্লিপে আবেদনের সময় বেড়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ২য় রিলিজ স্লিপে আবেদনের সময় বেড়েছে  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময় ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই ২য় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

আরও পড়ুন: ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ফের চেয়ারম্যান হলে মেসবাহউদ্দিন

উল্লেখ্য যে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত কোন শিক্ষার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে উক্ত ভর্তি বাতিল করতে হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) অপশন থেকে জানা যাবে। 


সর্বশেষ সংবাদ