অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে: সচিব

কে এম আলী আজম
কে এম আলী আজম  © ফাইল ফটো

৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের কাগজপত্র সরকারি কর্ম কমিশনে পাঠানোর প্রশাসনিক মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়েছে। এটির অবশিষ্ট কাজ এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

তিনি বলেন, ৪২তম বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি রয়েছে। এটির অবশিষ্ট কাজের প্রশাসনিক মন্ত্রণালয় হলো স্বাস্থ্য সেবা বিভাগ। সরকারি কর্ম কমিশনে চাহিদাপত্র পাঠানোর বিষয়টিও তাদের।

এর আগে গতকাল সোমবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র না পাওয়ায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা এই সপ্তাহটা দেখতে চাই। চলতি সপ্তাহের মধ্যে অতিরিক্ত চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র না পেলে আগামী সপ্তাহে নিয়োগের সুপারিশ করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৪২তম বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগে  রাজস্বখাতে দুই হাজার পদ সৃজন করার কথা জানানো হয়। তবে এ সংক্রান্ত চাহিদাপত্র পিএসসিতে না যাওয়ায় নিয়োগের সুপারিশ করতে পারছে না পিএসসি।


সর্বশেষ সংবাদ