৪২তম বিসিএসের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু কাল

সরকারী কর্ম কমিশন
সরকারী কর্ম কমিশন  © ফাইল ফটো

করোনা মোকাবেলায় দেশে জরুরি ভিত্তিতে দুই হাজার চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। কঠোর লকডাউনে এই বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ফের শুরু হচ্ছে।

গত মঙ্গলবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ আগস্ট থেকে স্থগিত মৌখিক পরীক্ষা শুরুর কথা জানান পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ। 

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তীকালে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয়, এই ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটি পিছিয়ে এখন ১২ আগস্ট করা হয়েছে।


সর্বশেষ সংবাদ