বিসিএস পেছানো নিয়ে যা বলছে পিএসসি

  © ফাইল ফটো

বিসিএসের আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে পিছিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমাবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তবে কততম বিসিএসের আবেদন ও পরীক্ষার তারিখ পেছানো হবে তা তিনি স্পষ্ট করে বলেননি।

অন্যদিকে বিসিএসের দায়িত্বে থাকা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বলছে, পিএসসির পূর্ণ কমিশনের বৈঠক ছাড়া এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এমনকি কমিশনের চেয়ারম্যানেরও এই এখতিয়ার নেই।

জানতে চাইলে পিএসসির সদস্য প্রফেসর হামিদুল হক সোমবার সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় চিঠি দেয়ার পর পিএসসির পূর্ণ কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে কারও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।


সর্বশেষ সংবাদ