৩৭তম বিসিএস: সুপারিশপ্রাপ্ত ২৭ জনকে নিয়োগ দিতে রুল

১৬ আগস্ট ২০২০, ০৭:২৯ PM

© ফাইল ফটো

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত ২৭ জন প্রার্থীকে কেন নিয়োগ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মাননীয় বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত স্ব-স্ব ক্যাডারে তাদের কেন নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

ভার্চুয়াল আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ্ মিয়া বলেন, ৩৭তম বিসিএসে পিএসসি মোট এক হাজার ৩১৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় গত বছরের ২০ মার্চ, ১৭ এপ্রিল, ৫ মে, ১৬ জুলাই ও ২৯ জুলাই এবং চলতি বছরের ১৮ মার্চ তারিখে একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এক হাজার ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ দিলেও রিট আবেদনকারী ২৭ জনকে আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।

দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬