পিএসসি’র সামনে অনশন
শ্রুতিলেখক নির্বাচনের স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বর্জন করেছেন দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা। শুক্রবার এই শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।
সরকারি কর্ম কমিশন থেকে প্রকাশিত শ্রুতিলেখক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ৪০ তম প্রিলিমিনারি পরীক্ষায় শ্রুতিলেখক সরবরাহ করবে কমিশন। তবে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অভিযোগ তারা এই সিদ্ধান্তের কারণে অতীতে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন।
তারা বলেন, যাদেরকে আমাদের শ্রুতিলেখক হিসেবে দেয়া হয় তারা ভালোভাবে রিডিং পড়তে পারেন না। এছাড়া আমাদের প্রতিবন্ধিতা সম্বন্ধে তাদের তারা সচেতনও নন। অভিযোগে তারা আরও বলেন, শ্রুতিলেখক হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের প্রতিবন্ধিতা সম্বন্ধে সচেতন ব্যক্তিকেই গ্রহণ করে এসেছে। প্রচলিত নিয়ম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতিলেখক সংক্রান্ত নীতিমালার ২৫ খ উপধারা দ্বারা স্বীকৃত। তারা আরও বলেন, কর্ম কমিশন কখনো প্রতিবন্ধীবান্ধব ছিল না। পিএসসি প্রদত্ত শ্রুতি লেখকের ইতোপূর্বে এমন পরীক্ষা দেয়ার অভিজ্ঞতা আছে কিনা তা নিশ্চিত নয়।
লিখিত বক্তব্যে বলা হয়, এমন কাউকে বিসিএসের মত সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসালে তার ফল কখনো ইতিবাচক হতে পারে না। এ সময় পাবলিক পরীক্ষায় শ্রুতিলেখক যেন তারা নিয়ে যেতে পারেন; সে ব্যবস্থা নেয়ার দাবি জানান।