দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থানের ঘোষণা চাকরিপ্রত্যাশীদের
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৭:২১ PM

শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান করার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুন) শাহবাগে অবস্থানকালে পুলিশের হামলায় শিকার হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারী বলেন, ‘আজকে শাহবাগে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। তারা অপেশাদার দায়িত্ব পালন করছে। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে যেসব পুলিশ হামলা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। সেই সঙ্গে পিএসসি সংস্কার আন্দোলন জন্য আমাদের যে ১০ দফা দাবি ছিল, তা মেনে নিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমার রাজুতে দিনরাত অবস্থান কর্মসূচি পালন করব।
আজ শুক্রবার বিকেলে ‘ছাত্র সমাবেশ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন তারা। এতে রাজধানীর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হচ্ছে সেপ্টেম্বরে
আন্দোলনকারীরা বলেন, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের বিষয়ে দেশবাসী জানলেও এর কার্যত কোনো সমাধান করতে পারেনি সরকার। এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যারা প্রশ্নফাঁস করেছে, তাদের এখনো বিচার হয়নি। আর এই বিচারহীনতার কারণেই সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী। পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তাদের।
এ ছাড়া ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ কারারও দাবি জানান আন্দোলনকারীরা।