পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেড

শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী
শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী  © টিডিসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ (ব্লকেড) করেছেন একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী। এতে রাজধানীর ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ‘ছাত্র সমাবেশ-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন।

এ সময় আন্দোলনকারীরা ‘জুলাই আবার এসেছে , ছাত্র সমাজ আবার জেগেছে’, ‘এই মুহূর্তে দরকার, পিএসসির সংস্কার’, ‘জেগেছে রে, জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ‘নিশিরাতের ফলাফল, মানি না মানব না’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাজেট কমল ১৩ কোটি, গবেষণা খাতে বাড়ল বরাদ্দ

আন্দোলনকারীরা বলেন, ‘আমরা সর্বোপরি পিএসসির সংস্কার চাই। দুই দিন পরপর আন্দোলন নামতে পারব না। ৪৪তম রেজাল্টের ক্ষেত্রে এক‌ই পদের ক্যাডারকে আবার রিপিট করে তাকে সেই ক্যাডারেই রাখা হয়েছে। আমার তা মানি না‌।’


সর্বশেষ সংবাদ