৪৪তম বিসিএসের ১০ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১০:০০ AM
৪৪তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের পরীক্ষা আগামী ২৪ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ ১০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুন:নির্ধারণ করা হলো।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা
রোল নম্বরগুলো হলো, ১১০৫৭৪৯৮, ১১০২৬৪২১, ১৩০০৪৩৮৬, ১৪০১৪৭৬৬, ১১০৫৪৮২০, ১৩০১৫৫২২, ১৩০১১৩৬২, ১১০৫৪৮৯৬, ১৮০০৪৩০২, ১১০৩৯৩৮৮। এসব প্রার্থীর পুনঃনির্ধারিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ২৪ জুন সকাল ১০টা।
