বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পিএসসিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮ মার্চ ২০১৯, ০৬:১৭ PM
পিএসসি সচিবালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

পিএসসি সচিবালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। সোমবার বিকালে পিএসসি সচিবালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিএসসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও এন সিদ্দিকা খানম।

অনুষ্ঠানরে শুরুতইে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আলোচনা সভার শুরুতেই ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, বাঙালি জাতির মহামানব ১৭মার্চ জন্মে ছিলেন বলেই, আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পেয়েছি। পাকিস্তান প্রতিষ্ঠার পর তৎকালীন পূর্ব পাকিস্তানকে কলোনি হিসেবে পরিণত করার যে ষড়যন্ত্র চলছিল তার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করেছেন। পূর্ব পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় তিনি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এমনকি ফাঁসির দণ্ড নিতেও পিছপা হননি।

তিনি আরও বলেন, জাতিগত নিপীড়ন ও মুক্তির সংগ্রামে তাঁর আপোষহীন লড়াই সারা বিশ্বে আজ সকল মুক্তিকামী মানুষের মুক্তির দিশারী ও প্রেরণার উৎস। তাই তিনি আজ বিশ্বনন্দিত ভিশনারী লিডার হিসেবে সারা বিশ্বে স্বীকৃত।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পিএসসি সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা
  • ২৫ জানুয়ারি ২০২৬
বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আরও একজন
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬