চাকরির প্রলোভন দেখিয়ে ২৯ লাখ টাকা ঘুষ, পিএসসির অফিস সহায়ক বরখাস্ত

২৪ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

চাকরির প্রলোভন দেখিয়ে ২৯ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অফিস সহায়ক হুমায়ুন কবীরকে বরখাস্ত করা হয়েছে। তিন ব্যক্তিকে চাকরি দেওয়ার কথা বলে কয়েক দফায় এ অর্থ নিয়ে নিয়েছিলেন হুমায়ুন কবির।

পিএসসি সূত্রে জানা গেছে, হুমায়ুন কবীর তার ছোট ভাই মাসুদ খানের মাধ্যমে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়ার মৃত মিরাজ উদ্দিনের ছেলে মো. আবু সাঈদকে সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নিয়েছিলেন। এই টাকা কবীর ফিশারী এন্ড ডেইরী ফার্ম-এর সোনালী ব্যাংক লিমিটেড, গয়েশপুর শাখার ৩৫১৩৯০২০০৮০৮০ নম্বর ব্যাংক হিসাবের মাধ্যমে নেওয়া হয়েছিল।

এ ছাড়া ঢাকা কর অঞ্চল-১২ এর অফিস সহায়ক মো. শাহজাহান কবীরের এক আত্মীয় এবং তার সহকর্মীর ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পিএসসির সাবেক চেয়ারম্যানের দপ্তরে দায়িত্ব পালনকালে ২০১৫ সালের এপ্রিল মাসে ১৬ লাখ ৯০ হাজার টাকা গ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তদন্ত করেছে পিএসসি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় হুমায়ুন কবীরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সাংবিধানিক সংস্থাটি।

গত ৩ মার্চ পিএসসি সচিব  ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া স্বাক্ষরিত পিএসসির অফিস সহায়ক হুমায়ুন কবীরকে বরখাস্তের একটি চিঠি দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, ‘হুমায়ুন কবীরের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা (মামলা নং- ০২/২০২৪) তদন্তের জন্য অত্র সচিবালয়ে ২০২৪ সালের ২ অক্টোবর তারিখের ৫০৫ নম্বর পত্রে তদন্ত কর্মকর্তা নিয়োগ কর হয়। উক্ত তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে আপনার তার বিরুদ্ধে আনীত 'দুর্নীতি ও অসদাচরণ'-এর অভিযোগদ্বয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

নির্দেশনায় পিএসসি জানিয়েছে, ‘হুমায়ুন কবীরের বিরুদ্ধে আনীত অভিযোগ, বিভাগীয় মামলার অভিযোগনামা ও অভিযোগ বিবরণী, তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ এবং রেকর্ডপত্রাদি পর্যালোচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে একই বিধিমালার ৪(৩)(ঘ) মোতাবেক “চাকরি থেকে বরখাস্ত (Dismissal from service)” করা হলো।’

ট্যাগ: পিএসসি
আরও ৩২ আসন চায় জামায়াত, এনসিপিসহ বাকি ৯ দল কয়টি?
  • ২০ জানুয়ারি ২০২৬
বিদেশ থেকে ফেরত এসেছে সাড়ে ৫ হাজার পোস্টাল ব্যালট
  • ২০ জানুয়ারি ২০২৬
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, কাল প্রতীক বরাদ্দ
  • ২০ জানুয়ারি ২০২৬
ভুয়া সনদ ও প্রতারণার অভিযোগে রাবিপ্রবির শিক্ষক চাকরিচ্যুত
  • ২০ জানুয়ারি ২০২৬
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘ…
  • ২০ জানুয়ারি ২০২৬
পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9