পিএসসির ৮ সদস্য পেলেন বিসিএসের দায়িত্ব, চাকরিপ্রার্থীদের ভাগ্য খুলবে কী?

১৩ নভেম্বর ২০২৪, ১২:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) লোগো।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) লোগো। © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পিএসসির মোট সদস্য ৯ জন। কোরাম পূর্ণ হয়েছে। এবার আটকে থাকা বিসিএসের গতি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় সদস্যদের মধ্যে বিসিএসের দায়িত্ব বণ্টন হয়েছে। নতুন ৮ সদস্য পেয়েছেন বিসিএস ও বিভিন্ন ইউনিটের দায়িত্ব। যার যার দায়িত্বে থাকা বিসিএসের কাজ সেই সদস্য সমন্বয় করবেন। এতে গতি ফেরানো যাবে বলে মনে করে পিএসসি। পিএসসির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, মো. আমিনুল ইসলাম ইউনিট ১, ১১, ১৯ ও ৪৪তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন; মো. সুজায়েত উল্যা ইউনিট ৪, ৫, ২০ ও ৪৫তম বিসিএস এবং নন–ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; নূরুল কাদির ইউনিট ৯, ১৪, ১৫ ও ৪৬তম বিসিএস এবং ক্যাডার শাখার দায়িত্ব পেয়েছেন; মো. নাজমুল আমীন মজুমদার ইউনিট ৬, ৭, ১০ ও ৪৭তম বিসিএসের দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ইউনিট ৩ ও ১৩–এর দায়িত্ব পেয়েছেন; এ এস এম গোলাম হাফিজ ইউনিট ১২ ও ১৮; মোহাম্মদ সোহেল রহমান ইউনিট ২ ও ১৭; চৌধুরী সায়মা ফেরদৌস ইউনিট ৮ ও ১৬–এর দায়িত্ব পেয়েছেন।

পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।

ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। আবার কেউ লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। পিএসসির নতুন ৮ সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন হওয়ায় আটকে থাকা বিসিএসের গতি আসবে বলে মনে করছেন অনেকেই।

এদিকে, ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি নির্ধারিত সময়ের আগেই হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পিএসসির নিয়ম অনুসারে ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা। তবে এবার কিছুদিন আগেই বিজ্ঞপ্তি প্রকাশের কথা ভাবছে পিএসসি।

ইসির তালিকায় কোন অঞ্চলে কত জন প্রার্থী, দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী তারিকুল ই…
  • ২২ জানুয়ারি ২০২৬
গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬