আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কারণ দেখিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ স্থগিত করতে কয়েকটি মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নামে ভুয়া চিঠি পাঠানো হয়েছে। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ওই চিঠি সম্পূর্ণ ভুয়া। এটির কোনো ভিত্তি নেই।
বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সচিবের প্যাড ব্যবহার করে পিএসসির উপসচিব সুব্রত কুমার দের স্বাক্ষর নকল করে গত ১১ নভেম্বর ওই জাল চিঠি ছাড়া হয়। এ বিষয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
পিএসসির একজন কর্মকর্তা জানান, এই ভুয়া চিঠি জারির বিষয়ে পিএসসির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থাসগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
‘সরকারি সকল শূন্য পদে নিয়োগ স্থগিত করার প্রসঙ্গে’ শিরোনামে ভুয়া ওই চিঠতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সুত্রোক্ত সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে শূন্য পদে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন তফসিল ঘোষণার কারণে নিয়োগ স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক প্রেরিত প্রস্তাবটি কমিশন সমীপে উপস্থাপন করা হলে প্রাপ্ত কাগজপত্র ও তথ্যবলীর ভিত্তিতে সকল বিভাগের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়। উক্ত নিয়োগ আদেশ পুনরায় আগামী ৩ ডিসেম্বর ২০১৮ ইং হতে দেওয়ার জন্য বলা হল।