চূড়ান্ত ফলের দাবিতে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ প্রত্যাশীদের পিএসসিতে বিক্ষোভ 

  © সংগৃহীত

আজকের মধ্যে  ১০ম গ্রেড ভুক্ত জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে নিয়োগ প্রত্যাশীরা। 

আজ রোববার ( ১১ আগষ্ট) সকাল ১০ টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবলায় এর সামনে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে। ‘জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ প্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভকারী একজন চাকরিপ্রার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২১ সালের অক্টোবরে এটার সার্কুলার হয়। দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পর আমরা ১০ মে ২০২৩ সালে লিখিত এর রেজাল্ট পাই। এরপর অনেক সময় অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য। পর বিভিন্ন ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার পর ২৭ মে ২০২৪ মৌখিক পরীক্ষা শেষ হয়। এখন পর্যন্ত ফলাফল দিচ্ছে না। তাই আমরা এসেছি আজকের মধ্যে ফলাফল দিতে হবে। 

উল্লেখ্য জুনিয়র ইন্সট্রাক্টর এ  নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাসেঁর অভিযোগ উঠেছে বিভিন্ন গণমাধ্যমে। 


সর্বশেষ সংবাদ