৪৬তম বিসিএস
প্রিলির নতুন তারিখ নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে পিএসসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ PM
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার নতুন সময় ঠিক করতে পূর্ণ কমিশনের সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী রবিবার (১৮ ফেব্রুয়ারি) কমিশনে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে চূড়ান্ত হবে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার দিনক্ষণ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পিএসসির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। তবে পিএসসির সংশ্লিষ্ট সূত্র বলেছে, রোজার ঈদের পর আগামী এপ্রিল মাসের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে হতে পারে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন ঠিক ছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হচ্ছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রুপে রোজার ঈদের পর পরীক্ষা হবে বলে খবর ছড়িয়েছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কেননা বিষয়টি কমিশনের সভায় চূড়ান্ত হবে। কমিশনের সদস্যরা যদি ঈদের পর পরীক্ষা আয়োজনে মত দেন তাহলে ঈদের পর পরীক্ষা হতে পারে।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এই বিসিএসে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।