বিসিএস পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করার জন্য উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ লক্ষ্যে মঙ্গলবার কর্ম কমিশন অফিসে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সভাপতিত্বে এতে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা থেকে পিএসসি’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস ক্যাডারের জন্য সুপারিশ করা ব্যক্তিদেরকে স্বল্প সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সভায় আলোচনা হয়। অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতিতে প্রার্থীদের সঙ্গে যোগাযোগ ও স্বল্প সময়ে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, বর্তমানে সরকারি কর্মকমিশন (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডার—উভয় পদে শুধু পরীক্ষা কার্যক্রম শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ছেন পরীক্ষার্থীরা। শুধু বিসিএসের পেছনে ছুটতে গিয়ে তাঁদের জীবন থেকে মূল্যবান সময় যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি মন্ত্রণালয়গুলোর শূন্যপদও বছরের পর বছর পূরণ করা যাচ্ছে না। মূলত সেই জটিলতা দূর করতেই মঙ্গলবার পিএসসির এই ঘোষণা আসল বলে ধারনা করা হচ্ছে।