৪০তম বিসিএস

এলজিইডির ১৫৬ পদ বাদ রেখে নন-ক্যাডারে নিয়োগের নির্দেশ

২১ আগস্ট ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটো

এলজিইডির ১৫৬ পদ বাদ দিয়ে ৪০তম বিসিএসে নন-ক্যাডারে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। 

সোমবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ। 

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আর এলজিইডির পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা। 

আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ বলেন, ৪০ তম বিসিএসের নন ক্যাডার নিয়োগে প্রক্রিয়াধীন ছিল। এ অবস্থায় এলজিইডি তাদের ১৫৬টি পদ প্রত্যাহারের জন্য পিএসসির কাছে আবেদন করে। কিন্তু তাদের আবেদনটি বাতিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা হাইকোর্টে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ১৫৬ পদে নিয়োগ বাতিলের আবেদনটি স্থগিত করেন। 

তিনি বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এলজিইডির আপিল দায়ের করলে চেম্বার আদালত সেটা স্থিতাবস্থা জারি করেন। চেম্বার আদালতের এ আদেশের ফলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়। এর ফলে ৪ হাজাফ ৪৭৮ পদে নিয়োগ প্রক্রিয়া আটকে যায়। এ কারণে এলজিইডির বাইরে অন্যান্য বিভাগের ২২৫ জন আপিল বিভাগে আবেদন করেন। 

রাগিব রউফ আরও বলেন, সেই আবেদনের শুনানি নিয়ে আপিল আদালত আজকে চেম্বার আদালতের স্থিতাবস্থা সংশোধন করে শুধুমাত্র ১৫৬ পদের স্থিতাবস্থা বহাল রেখেছেন। এরফলে বাকী ৪ হাজার ৩২২ পদে নিয়োগে আর কোনো বাধা রইলো না। 

জানা গেছে, ২০১৪ সালের সংশোধিত বিধিমালা অনুসারে বিসিএস নন-ক্যাডার পদে নিয়োগ কার্যক্রম হয়ে আসছিল। তবে ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগে এসে এ বিধিমালা ফের সংশোধনের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। যার কারণে গত বছরের নভেম্বরে ৪০তম বিসিএসের ক্যাডার পদে গেজেট হলেও নন-ক্যাডার পদের নিয়োগ দেয়া যায়নি। এ নিয়ে আন্দোলনও করেন অপেক্ষমাণ প্রার্থীরা। প্রার্থীদের দাবি উপেক্ষা করে গত ১৪ জুন নতুন নিয়োগবিধি গেজেট আকারে প্রকাশ পায়। নতুন বিধি অনুযায়ী ১৯ জুন ৪ হাজার ৪৭৮ নন-ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

বিজ্ঞপ্তি অনুসারে, ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত আবেদন নেয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে নন -ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে ১৫৬ জনকে নেয়ার কথা বলা হয়। ফলে এ পদে নিয়োগ পেতে আবেদন করেন প্রার্থীরা। কার্যক্রম চলাকালীন হঠাৎ সহকারী প্রকৌশলী পদ বাতিল করে এলজিইডি অধিদপ্তর। বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন ওই পদে নিয়োগ প্রত্যাশী ২২ প্রার্থী। এ রিটে আটকে যায় পুরো ৪০তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ কার্যক্রম।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬