৪০তম বিসিএস
নন-ক্যাডারে আবেদনের সময় শেষ হচ্ছে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৩, ০৩:৩৪ PM
৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে আবেদনের সময়সীমা আজ বুধবার শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে নিয়োগের আবেদনের সময় বাড়ায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের আবেদনের সময় ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের নির্দেশক্রমে তা আগামী ৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগামী ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পছন্দক্রম দেওয়া যাবে।
জানা গেছে, ৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন গ্রেডে ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এই গ্রেডে নিয়োগ পাবেন ১ হাজার ৭২৬ জন। এছাড়া ৯ম গ্রেডে ১ হাজার ৬০৪ জন, ১০ম গ্রেডে ১ হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।