মোঃ ওয়ারিসুল ইসলাম ও আল-আমিন রাসেল। © টিডিসি সম্পাদিত
সোনালী ব্যাংক পিএলসি, সিলেট প্রিন্সিপাল অফিসের জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশের (জেবিএবি) ২৭ সদস্যের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সিলেট সিটি কর্পোরেশন শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ওয়ারিসুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সিলেট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল-আমিন রাসেলকে দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক এই কমিটি অনুমোদন করেন। এতে সহসভাপতি পদে তালাত আহমদ ও মোহাম্মদ মনির উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: বেল্লাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ইসমাইল মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাহজানাল জামাল, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আরিফুল ইসলাম, অর্থ ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আশরাফুল আলম ছাদেক, সহ দপ্তর সম্পাদক হিসেবে জাকির হোসেন, প্রচার সম্পাদক হিসেবে বদিউজ্জামান মামুন, সহ প্রচার সম্পাদক হিসেবে শাহ মোঃ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দিজিত তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে সৈয়দ নিয়ামত হোসেন মিহান, ক্রীড়া সম্পাদক হিসেবে বশির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহাঙ্গীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে রায়হান আহমাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে নজমুল হক, পরিবহন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে জোবায়ের আহমেদ, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন সাকিব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সাব্বিরুল ইসলাম ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দেবী লস্করকে দায়িত্ব দেয়া হয়েছে।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত ইবনে মোস্তফা, এমরান হোসেন, মোঃ শফিউর রহমান ও শুভ আচাৰ্য্য।