আইআইইউসিতে গ্রাফিক ডিজাইন ট্রেনিং শীর্ষক ওয়ার্কশপ
- আইআইইউসি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৮:৫৯ PM , আপডেট: ০৩ জুলাই ২০২১, ০৮:৫৯ PM
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস ডিপার্টমেন্টের এইচ আর ক্লাব এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঢাকার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী ‘গ্রাফিক ডিজাইন অনলাইন ট্রেনিং’ শীর্ষক কর্মশালার পৃথক পৃথক সেশনে প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ৩৪০ জন ছাত্র ও ২৬০ জন ছাত্রী রয়েছেন।
আজ শনিবার (৩ জুলাই) আয়োজিত ওই কর্মশালায় প্রথম দিনে সভাপতিত্ব করেন বিভাগীয় কর্মশালা ও সেমিনার কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ মাহিউদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সভাপতি এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন। এছাড়া কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক এবং প্রেসিডেন্ট এইচ আর ক্লাব আবদুল্লাহ মোহাম্মাদ আহসানুল মামুন এবং সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন।
অনুষ্ঠানে ওয়ার্কশপ অরগানাইজিং কমিটির সদস্য সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন ভূঁইয়া ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক প্রমুখ উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কাছমিন উদ্দিন তীলক ও সিনিয়র এক্সিকিউটিভ সাইদুর রহমান ইমনের সহযোগিতায় এবং ট্রেইনিং ফ্যাকাল্টি তানভীর চৌধুরী ও টি এইচ রানার সর্বাত্মক প্রশিক্ষণের মাধ্যমে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন আশা প্রকাশ করেন, বিষয়ভিত্তিক জ্ঞানচর্চার পাশাপাশি এ ধরনের সফটস্কীলে প্রশিক্ষণ নিয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে দেশ গঠনে ভূমিকা রাখবে।
একই সাথে কর্মশালায় বক্তব্যকালে আইআইইউসির সাথে আসন্ন ইভেন্টগুলোর জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ মাহিউদ্দিন।