অর্থ আত্মসাৎ মামলায় আইআইইউসি’র সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

২৪ মে ২০২১, ১২:৩৫ PM
আইআইইউসির সাবেক কর্মকর্তা গেপ্তার

আইআইইউসির সাবেক কর্মকর্তা গেপ্তার © সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সাড়ে ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) তৌফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা-পুলিশ ।

আজ সোমবার সকালে গ্রেপ্তার তৌফিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। তৌফিকুর সাতকানিয়া উপজেলার বোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

অর্থ আত্মসাতের ঘটনায় বিশ্ববিদ্যালয়টির বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইয়াসিন আবু হাসান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। সেই মামলায় তৌফিকুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, তৌফিকুর রহমান ২০০৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদে কর্মরত ছিলেন। চলতি বছরের ৬ মার্চ বিশ্ববিদ্যালয়টিতে নতুন ট্রাস্টি বোর্ড দায়িত্ব গ্রহণ করে। এরপর থেকে তৌফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তাঁর সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করলে তিনি চাকরি করবেন না বলে জানিয়ে দেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, চাকরিকালে তৌফিকুর রহমান হিসাব শাখার ক্যাশিয়ার মো. শহিদুর রহমানের কাছ থেকে ৩৪ লাখ ৫২ হাজার ৬৫৫ টাকা তুলে নেন। এ টাকা জমা না দিয়ে তিনি কর্মস্থলে না আসায় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করে কর্তৃপক্ষ।

আজ ৫০তম বিসিএসের প্রিলি, শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর …
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬