স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ © ফাইল ফটো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) এক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সারাদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশ নেয়। অনলাইন কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসইউবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাসবিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপন হোসেন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিউল আলম। এছাড়া চতুর্থ থেকে ত্রয়োদশ পর্যন্ত স্থান অর্জনকারী অন্য ১০ বিজয়ী হচ্ছেন আহসান বিন আইউব (চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েট), শেখ মেহের আনসারী মাহিম (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. আসাদুজ্জামান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মো. মেফতাহুল হাসান সৌমিক (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মো. আজমুল হুদা (মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নূর আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়), অয়ন চক্রবর্তী (অমৃতলাল দে কলেজ, বরিশাল), মাহমুদা হক মিতু (বরিশাল বিশ্ববিদ্যালয়), আজহারুল ইসলাম (বুয়েট) এবং রিয়াদুল হক রিয়াদ (হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
অনলাইন কুইজ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী যথাক্রমে ১২ হাজার, ৮ হাজার ও ৫ হাজার টাকা পুরষ্কার পাবেন। অন্য দশ বিজয়ী পাবেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর লেখা বই। বিজয়ীদের হাতে খুব শিগগিরই এ পুরষ্কার তুলে দেয়া হবে।