ইউআইইউ-এফবিএইচআরও জাতীয় মানব সম্পদ ই-সম্মেলন

সম্মেলনে অতিথিবৃন্দ
সম্মেলনে অতিথিবৃন্দ  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউসিভার্সিটি (ইউআইইউ)-এফবিএইচআরও ৩য় জাতীয় মানব সম্পদ সম্মেলন- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সম্মেলনের উদ্ভোধন করা হয়। সম্পূর্ণ কার্যক্রমটি অনলাইনে জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে পরিচালিত হয়েছে।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে গ্রুপো ক্যাপাসিটার ব্রাজিলের সিইও মিসেস লায়লা নাসসিমেন্তু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের মানব সম্পদকে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন কর্মদক্ষতার মাধ্যমে প্রস্তুত করতে হবে”।

এবার এই সম্মেললে কয়েকটি সেশনে অনুষ্ঠিত মুল উদ্দেশ্য টেকসই উন্নয়নের লক্ষ্যে মানব সম্পদ গড়ে তোলা এবং মানব সম্পদ তৈরিতে সাম্প্রতিক অগ্রগতি, কৌশলগত ও নীতিগত পদ্ধতি জানা ও শেখার প্লাটফর্ম তৈরি করা। থিম উপস্থাপন করেন চেয়ারম্যান, টিভিইএলএস, ইন্ডিয়া অধ্যাপক টি. ভি. রাও।

কনভেনশন চেয়্যার হিসেবে দায়িত্ব পালন করেছেন এসএলএসডি (সোসাইটি ফর লীডারশীপ স্কীলস্ ডেভেলপমেন্ট) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী। এছাড়া কনভেনশন সেক্রেটারী হিসেবে ছিলেন ইউআইইউ-এর আইবিইআর (ইনস্টিটিউট অভ বিজনেস এন্ড ইকোনমিক রিসার্চ) এর পরিচালক অধ্যাপক এইচ আর জোয়ার্দার।

উক্ত ই-সম্মেলনে এফবিএইচআরওএর প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোশারফ হোসেন, ইউ আই ইউ-এর এমবিএ ও এমএইচআরএমের পরিচালক এবং এফবিএইচআরও এর মহাসচিব অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী সহ আরো অনেক গনমান্য শিল্পপতি, পেশাজীবী, শিক্ষক, ছাত্র, মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মী ও প্রশিক্ষক, গনমাধ্যম ব্যক্তিত্ব এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব এতে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ