অসহায়দের পাশে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেত্রী

২৪ এপ্রিল ২০২০, ০৯:১৯ PM

করেনার ক্রান্তিলগ্নে চরম বিপাকে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানবতার এক অনন্য দৃষ্টান্ত।  অনেকের মত সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু সেই দৃষ্টান্তের জন্ম দিলেন।

শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুকে সম্পূর্ণ নিজ খরচে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় ৭০টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ ছিল।

খাদিজা বলেন, ‘অসহায়, দরিদ্র এসব মানুষদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। আজ খুব ভালো লাগছে খুব কষ্টে থাকা এসব মানুষর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি। সামনে আরে ২০০ পরিবারকে খাদ্য সহায়তার ইচ্ছা আছে। সবাই এগিয়ে আসলে দুদর্শায় থাকা এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব বলে তিনি জানান।

উল্লেখ্য, খাদিজা আক্তার সেতু গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎কিশোরগঞ্জ হাওরে গলা কাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬