মানারাত ইউনিভার্সিটিতে এমবিএ প্রোগ্রামের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) এমবিএ প্রোগ্রামে স্প্রিং ২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন অধ্যাপক এম. হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম, মুহাম্মদ মামুন উর রশিদ, মো. শামীম হোসেন, মো. নুরুল হুদা রাজিব, সেন্টার ফর জেনারেল এডুকেশনের কোঅরডিনেটর মুহাম্মদ আবুল কালাম আজাদ, পাবলিক রিলেশন্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপপরিচালক আবদুল মতিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!