রুম্পার মৃত্যু: এক মাসেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২০, ০৮:৫৯ PM
সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর এক মাস পার হলেও হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে ময়নাতদন্তের একটি প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। কিন্তু বাকি পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় তদন্তের গতি থমকে আছে।
তদন্ত শেষ করতে না পারায় পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছে রুম্পার পরিবার। এদিকে পুলিশ রুম্পার বন্ধু আব্দুর রহমান সৈকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তেমন কোনো তথ্য উদ্ধার করতে পারেনি।
আর তদন্তে ঢিলেমির অভিযোগ এনে রুম্পার মা নাহিদা আক্তার পারুল বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত মাত্র একদিন তাদের বাসায় গিয়েছেন কথা বলতে। “এভাবে আমার মেয়েকে হত্যা করা হল, আর তদন্ত হচ্ছে এত ধীর গতিতে! আমরা তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আবেদন করব।”
রুম্পার বাবা রোকনউদ্দিন বলেন, “পুলিশ সৈকতকে গ্রেপ্তার করে চার দিন রিমান্ডে নিয়েছিল। কিন্তু কী পেল তার কাছ থেকে?”
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনের গলি থেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ।