মানারাতে সফট স্কিল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালা

  © ফাইল ফটো

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ইংলিশ ক্লাবের উদ্যোগে এক দিনব্যাপী সফট স্কিল ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী (২৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের হল রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়ার্কশপে রিসার্চ পারসন হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক ও ইংলিশ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ আর নির্ঝর হোসেন। তিনি কথা বলবেন ‘শুদ্ধ উচ্চারণ’ এই প্রসঙ্গে।

এছাড়া রিসার্চ পারসন হিসাবে আরও উপস্থিত থাকবেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহাবুব-উল আলম। তিনি কথা বলবেন ‘উপস্থাপনের দক্ষতা এবং তাৎক্ষণিক বক্তৃতা’ এই বিষয়ে।

কর্মশালা

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শিবলু কথা বলবেন ‘তৈরি করো তোমার স্বপ্নের ক্যারিয়ার’ এই বিষয় সম্পর্কে। ইংরেজি বিভাগের প্রভাষক ও হ্যালো-টিনের সভাপতি আসাদ খান কথা বলবেন ‘কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা’ এই বিষয় সম্পর্কে ।

কর্মশালা শেষে বিকাল ৪টায় অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করবে আয়োজকরা।


সর্বশেষ সংবাদ