নর্দান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ড. রকিবুল হাসান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জুলাই ২০১৯, ১১:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০১৯, ১১:১৪ PM
নর্দান বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগদান করেছেন ড. রকিবুল হাসান। এর আগে তিনি অন্য দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কো-অর্ডিটের ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স), এমএ এবং পিএইচডি করেছেন।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক শেখ মাহাবুব রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রকিবুল হাসানের জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া গ্রামে। তাঁর বাবা মোহা. উকিল উদ্দিন শেখ ও মা পরীজান নেছা।
এছাড়া তিনি বহুমাত্রিক লেখক হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় চল্লিশ। তিনি লালন শাহ পুরস্কার ও কবি ওমর আলী স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য।