হিযবুত তাহরীরের পোস্টার লাগিয়ে গ্রেপ্তার ইস্ট ওয়েস্টের ছাত্রের একদিনের রিমান্ডে

২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ PM
এক দিনের রিমান্ডে

এক দিনের রিমান্ডে © প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের সামনে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পক্ষে পোস্টার লাগানোর সময় গ্রেপ্তার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন বুখারীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রুকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিটের এসআই সাইফুল ইসলাম গত ৪ ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় আমজাদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নম্বর পিলারের গায়ে আমজাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ’-এর পোস্টার লাগানোর সময় গত ২৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। আসামি কারাগারে আটক থাকা অবস্থায় পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আসামিকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ অভিযান পরিচালনা করা হলে অজ্ঞাতনামা অন্য আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তারসহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ২৩ ডিসেম্বর ধার্য করেন।

এদিন শুনানিকালে আমজাদ হোসেনকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট ইলা নাজনীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, এই আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সামনে তার পরীক্ষা। তাই রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৭ মার্চ দুপুর ২টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে অজ্ঞাতনামা ২০০০-২২০০ জন ‘মার্চ ফর খেলাফত, হিযবুত তাহরীর, উলাইয়াহ্ বাংলাদেশ’ ব্যানারে মিছিল বের করে পল্টন মোড়ের দিকে এগোতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে তারা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে রাস্তার ওপর সরকারবিরোধী ও দেশের সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে পতাকা, ব্যানার ও লাঠিসোটা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় পুলিশ পুনরায় বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন মডেল থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন গোবিপ্রবির ৩২ শিক্ষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন বিধিনিষেধ: অভিবাসী স্থগিত হলেও আওতামুক্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেপ্তার
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন হাবিপ্রবির দুই শিক্ষার্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বয়সের আগেই পিরিয়ড, স্বাভাবিক নাকি বড় রোগের লক্ষণ?
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9