প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইন্ট্রা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি হ্যাকাথন © সংগৃহীত

ডিজিটাল যুগের ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের প্রস্তুত করতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাইবার সিকিউরিটি হ্যাকাথন ২০২৫।

এই আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তব জীবনের সাইবার নিরাপত্তা–সংক্রান্ত সমস্যার সমাধানে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন।

`ডিফেন্ড, ডিটেক্ট, ডমিনেট' প্রতিপাদ্যে আয়োজিত এই হ্যাকাথনে শিক্ষার্থীরা দলগতভাবে থ্রেট ডিটেকশন, সিস্টেম ডিফেন্স, ভলনারেবিলিটি বিশ্লেষণ এবং সাইবার রেজিলিয়েন্স–সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন। প্রতিযোগিতাটি বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল অবকাঠামো ও অনলাইন সেবার প্রেক্ষাপটে সাইবার সিকিউরিটির অপরিহার্য গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে।

এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর ২৪ ঘণ্টাব্যাপী ধারাবাহিক হ্যাকাথন ফরম্যাট, যা বাস্তব কর্মক্ষেত্রের সাইবার সিকিউরিটি পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দীর্ঘ সময় ধরে একটানা কাজ করার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা চাপের মধ্যে স্থিরতা বজায় রাখা, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান এবং দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। আয়োজকদের মতে, এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানের সূচনা হয় সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর সঞ্জু বাসকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজুল আলম। 

২১ ডিসেম্বর রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম।

তীব্র প্রতিযোগিতামূলক মূল্যায়ন শেষে টিম সুপার সাইয়ান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাইবারএক্স৪০৪ দ্বিতীয় এবং টিম-২৩১ তৃতীয় স্থান অধিকার করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, আয়োজক ও শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে একটি জাতীয় পর্যায়ের সাইবার সিকিউরিটি হ্যাকাথন আয়োজনের পরিকল্পনার কথাও জানায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাবের সদস্যগণ।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিয়মিতভাবে বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমভিত্তিক ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, একসাথে কাজ করা, যোগাযোগ দক্ষতার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন সম্ভব হয়।

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9