বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিল ড্যাফোডিলের শিক্ষক বহনকারী বাস

১৫ নভেম্বর ২০২৫, ০২:২৯ PM
দুর্ঘটনাকবলিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক বাস

দুর্ঘটনাকবলিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক বাস © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি শিক্ষক বাস রাস্তার পাশে থাকা অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া বাসটির নাম ‘রজনীগন্ধা-৯’। ঘটনার সময় বাসটিতে কোনও শিক্ষক ছিলেন না।

ঘটনাটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খাগান এলাকার ক্যাম্পাসের কাছে ঘটেছে। জানা গেছে, ঘটনাস্থলে রাস্তার প্রায় ২ ফুট ভেতরে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেখানে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। 

ঘটনার সময় বাসে শুধু চালক জুনায়েদ ছিলেন। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার পায়ে ব্যথা পেয়েছেন বলে জানা গেছে। এতে কোনো যাত্রী ছিল না। গাড়িটি গ্যারেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিল।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে কোনো যাত্রী ছিল না। চালক জুনায়েদ পায়ে ব্যথা পেয়েছে। কী কারণে দুর্ঘটনা হয়েছে, নিশ্চিত না। একটি ভ্যান সামনে চলে আসায় চালক বামে নিতে গিয়ে খুঁটিতে ধাক্কা খায়। রাস্তায় প্রায় দুই ফুট ভেতরে পিলার আছে সেই লাইন বরাবর। সেটা চালক খেয়াল করেননি। 

ব্রেকে চাপ দিলেও সামাল দিতে পারেনি পরিস্থিতি চালক। তিনি বলেছেন, সামনে একজন মানুষ গিয়েছিল, কিন্তু পরে খুঁজে পাননি। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।’

আরও পড়ুন: আমরা হলে একটা সিট চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই: চাকসু ভিপি

শিক্ষার্থীরা বলছেন, আশুলিয়ায় ড্যাফোডিল, ব্র্যাক, সিটি, মানারাত ও ইস্টার্নের মতো বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস থাকায় হঠাৎ করে এলাকায় অতিরিক্ত ৫০ হাজারের অধিক শিক্ষার্থীর যাতায়াত ও বসবাস শুরু হয়েছে। তবে সে অনুযায়ী রাস্তা-ঘাটের উন্নয়ন হয়নি। এতে অনেক সময় অপরিকল্পিতভাবে রাস্তা বড় করা হচ্ছে যাতায়াতের সুবিধার্থে, ফলে বৈদ্যুতিক খুঁটিগুলো সঠিক স্থানে থাকছে না।

এত শিক্ষার্থী থাকার পরও এ এলাকাটি সুপরিকল্পিত নয়। অথচ প্রতিদিন বিশ্ববিদ্যালয়গুলোর দেড়শোর অধিক বাসসহ অতিরিক্ত যানবাহন চলাচল করছে। এতে প্রতিনিয়ত যানজট হচ্ছে। পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও থেকে যাচ্ছে। দ্রুত পরিকল্পিতভাবে এ এলাকার উন্নয়নকাজ সম্পন্ন করার দাবি শিক্ষার্থীদের।

আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫৯ ভর্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী নিরাপত্তায় ফেনীতে পুলিশের বিশেষ অভিযান, ২৯টি মোটর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাম্পের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা যুবদলের সেই সা…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9