ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু

১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৮ PM
ড্যাফোডিল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইউনিভার্সিটি © সৌজন্যে প্রাপ্ত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে। স্প্রিং ২০২৬ সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে। শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উচ্চাশিক্ষালয়টি।

এতে বলা হয়েছে, ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম যা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেম এর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিংয়ের সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব-জগতের দক্ষতা প্রদান করবে। রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৪ বছরের একটি ১৫৪-ক্রেডিট কোর্স এবং পরবর্তী সেমিস্টার (স্প্রিং-২০২৬) থেকে এটি চালু হতে চলেছে। এটি একটি তিন সেমিস্টারের প্রোগ্রাম (স্প্রিং, সামার এবং ফল)। স্প্রিং সেমিস্টারের সময়কাল জানুয়ারি থেকে এপ্রিল, সামার সেমিস্টারের সময়কাল মে থেকে আগস্ট এবং ফল সেমিস্টারের সময়কাল সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। এই প্রোগ্রামে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে মূল কোর্সেও পাশপাইপাশি জের ও মাইনর কোর্সও পাঠদান করা হয়। এই প্রোগ্রামের স্নাতকরা তাদের বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার অনুশীলন বা স্নাতকোত্তর কাজের জন্য যোগ্য হ য়ে উঠেন।

ভর্তি যোগ্যতায় বলা হয়েছে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) ন্যূনতম ২.৫ জিপিএ এবং পদার্থবিদ্যা, গণিত এবং ইংরেজিতে ন্যূনতম ‘সি’ গ্রেড সহ বিজ্ঞান বিভাগ থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে। পাঁচটি ও-লেভেল বিষয় এবং কমপক্ষে দুটি এ-লেভেল বিষয় সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই ৭টি বিষয়ের মধ্যে, আবেদনকারীদের যথাক্রমে ন্যূনতম ৪টি "বি" গ্রেড এবং ৩টি ‘সি’ গ্রেড থাকতে হবে। আবেদনকারীদের ও-লেভেল এবং এ-লেভেল উভয় ক্ষেত্রেই পদার্থবিদ্যা এবং গণিত থাকতে হবে।

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9