আইইউবির আয়োজনে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম শুরু

১৪ নভেম্বর ২০২৫, ০৭:৫২ PM
সম্মেলন আমন্ত্রিত অতিথিরা

সম্মেলন আমন্ত্রিত অতিথিরা © সংগৃহীত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপের (এসবিই) আয়োজনে ঢাকার ওয়েস্টিন হোটেলে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম ২০২৫)।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। আরও বক্তব্য দেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড, এসবিইর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ এবং সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।

প্রথম দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হোসেন জিল্লুর রহমান; যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ; এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী এবং যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড. ডেরেক ওয়েস্টফল।

শিল্পখাতের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রি টক’ এবং ‘অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক কয়েকটি আলোচনা। শিক্ষা খাতের প্রতিনিধি হিসেবে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম অ্যাকাডেমির ড. ফেরদৌস সালেহীন; আইইউবিএটি’র উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব; চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার; এআইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান; এবং অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া)। 

শিল্প খাতের নেতাদের মধ্যে ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর; রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম; পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আহমাদ আহসান; অ্যামচ্যামের মির্জা সজীব রায়হান; এমসিসিআই-এর কামরান টি রহমান; আইসিডিডিআরবির ড. মো. মোশারফ হোসেন; যুক্তরাজ্যের সিআইটিএলের ড. বেন বাভেফপেফে এবং এমেকা হেনরি এগসন (কানাডা)।

দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো ২টি প্যারালেল সেশন যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ মোট ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি ছিলো একটি পিএইচডি কলোকিয়াম ও পেপার প্রোডিউসিং কর্মশালা যেখানে পিএইচডি শিক্ষার্থীরা তাদের চলমান এবং সমাপ্ত গবেষণাকর্ম উপস্থাপন করেন। 

এবারের এই আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টিরও বেশি দেশ থেকে আগত ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। 

সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু
  • ২১ জানুয়ারি ২০২৬
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9