এনএসইউতে তরুণ উদ্ভাবক-উদ্যোক্তাদের মহোৎসব ‘স্টার্টআপস শোকেস’

১২ নভেম্বর ২০২৫, ০৫:১৮ PM
স্টার্টআপস শোকেসে অংশগ্রহণকারীদের একাংশ

স্টার্টআপস শোকেসে অংশগ্রহণকারীদের একাংশ © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) উদ্ভাবন ও উদ্যোক্তা বিকাশে দু’দিন ব্যাপী ‘স্টার্টআপস শোকেস-২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনকিউবেশন প্ল্যাটফর্ম এনএসইউ স্টার্টআপস নেক্সট। সোম ও মঙ্গলবার (১০ ও ১১ নভেম্বর) এনএসইউ প্লাজা এরিয়ায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

এই উৎসবে ছিল এনএসইউ স্টার্টআপস নেক্সটের ফাউন্ডার্স ল্যাব এবং ফ্ল্যাগশিপ ইনকিউবেশন প্রোগ্রাম উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত ৩০টিরও বেশি স্টার্টআপ, যারা নিজেদের উদ্ভাবনী ধারণা, পণ্য ও প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন দিগন্ত উম্মোচন করেছে। এছাড়া লাইভ প্রোডাক্ট ডেমোনস্ট্রেশন, স্টার্টআপ প্রদর্শনী ও নেটওয়ার্কিং সেশনেরও আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন এনএসইউ শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, বিনিয়োগকারী, মেন্টর এবং কর্পোরেট প্রতিনিধিরা। তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি দর্শকদের মুগ্ধ করে, আর তাদের উপস্থাপিত প্রকল্পগুলো বিশ্ববিদ্যালয়ভিত্তিক ইনকিউবেশন সংস্কৃতির সাফল্যকে নতুন মাত্রায় পৌঁছে দেয়।

এনএসইউ স্টার্টআপস নেক্সটের ডিরেক্টর (ইনচার্জ) স্যামুয়েল মুরসালিন বলেন, এই শোকেসটি এনএসইউতে বাড়তে থাকা উদ্ভাবনের প্রাণবন্ত সংস্কৃতির প্রতিফলন।  এখানে শিক্ষার উৎকর্ষতা, গবেষণা ও উদ্যোক্তা মনোভাব একত্রিত হয়েছে। আমাদের তরুণ উদ্যোক্তারা শুধু ব্যবসা গড়ছেন না, বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধানও তৈরি করছেন, যা সমাজে দৃশ্যমান ইতিবাচক প্রভাব ফেলছে।

প্রদর্শিত স্টার্টআপগুলো কৃষি প্রযুক্তি (অ্যাগ্রিটেক), ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, ফুড ইনোভেশন, গ্রিন টেকনোলজি ও ই-কমার্সসহ নানা খাতে কাজ করছে যা এনএসইউর উদ্যোক্তা সম্প্রদায়ের বৈচিত্র্য, সৃজনশীলতা ও দূরদৃষ্টি তুলে ধরে।

আয়োজকরা বলছেন, ‘স্টার্টআপস শোকেস-২০২৫’ এনএসইউ স্টার্টআপস নেক্সটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন দৃঢ় করেছে। তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়ন, বিনিয়োগযোগ্য ধারণা বিকাশ এবং প্রভাবশালী উদ্যোগ তৈরিতে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত। এই আয়োজনে প্রমাণিত হয়েছে যে এনএসইউ শুধু উচ্চশিক্ষার উৎকর্ষতাকেই নয়, বরং বাংলাদেশের আগামী প্রজন্মের উদ্ভাবক ও উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় নেতৃত্ব প্রদান করতে প্রস্তুত।

 রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন …
  • ১৬ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য নির্দেশিকা: কম চিনি, বেশি প্রোটিন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তিযুদ্ধে সন্তান: হলের বাইরে অভিভাবকরা দিচ্ছেন অন্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের প্রতীকী অনশন
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্কুল বাস থেকে ঢাবির বাস, মেট্রো নিয়ে আবেগী শাহরিয়ার নাফিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9