নিরাপত্তা শঙ্কায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের

১২ নভেম্বর ২০২৫, ১২:১৮ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০২:৪২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সশরীরে ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

জানা গেছে, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি অনিবার্য কারণে ১২ ও ১৩ নভেম্বর পর্যন্ত সব ক্লাস অনলাইন প্ল্যাটফর্মে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ বিভাগ অনলাইন ক্লাসের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত স্বাভাবিক ক্লাস কার্যক্রমে ফেরার আশাবাদ ব্যক্ত করেছে তারা। 

বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে ক্লাস নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য  প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এমন সিদ্ধান্ত নেয়নি বলে আমার ধারণা। তবে যদি এমন হয়ে থাকে তাহলে বিষয়টি হবে দুঃখজনক। অনলাইন ক্লাস চালুর বিষয়ে তারা আমাদের সঙ্গে পরামর্শও করেনি।’

জানতে চাইলে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) বলেন, ‘আমরা এখনো অনলাইনে ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে কি না সে বিষয়ে আজ বিকেলে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও বিরোধী রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা, মিছিল-মিটিং ও সংঘর্ষের ঘটনা ঘটছে। কিছু এলাকায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যার প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশের এলাকাতেও। শিক্ষার্থীরা অনেকে নিরাপত্তা ঝুঁকি এড়াতে হোস্টেল ও মেস থেকে বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো বলছে, শিক্ষার্থীদের অপ্রয়োজনে ক্যাম্পাসে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসে উপস্থিতি ও মূল্যায়ন স্বাভাবিক নিয়মে চলবে বলে জানানো হয়েছে।

এর আগে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।

জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর। দিনটিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার—যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউন ঘোষণার গুজব, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো প্রচারণা। কথিত দুর্বৃত্তরা টানা কয়েকদিন ধরে বেশ কিছু স্থানে বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়েছে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9