বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

০২ নভেম্বর ২০২৫, ১০:২৬ PM
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সরকার ও ইউজিসি অনুমোদিত এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদপ্রাপ্ত রাজশাহীর প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজন কমিটির প্রচার ও ডকুমেন্টেশন উপকমিটির সদস্যসচিব মনিরুজ্জামান দিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্ণাঢ্য আয়োজনে সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় মানসম্মত শিক্ষা প্রদান করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট থেকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী সনদও অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্র্যাজুয়েট বর্তমানে দেশ ও বিদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এবং অনেকেই তাদের সাফল্য ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন।

রেজিস্ট্রেশনের বিষয়ে বলা হয়েছে, ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করছে। সামার ২০২০ থেকে স্প্রিং ২০২৫ সেমিস্টার পর্যন্ত সময়ে স্নাতক (সম্মান) কিংবা স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

সমাবর্তনসংক্রান্ত অনলাইন রেজিস্ট্রেশন লিংক (www.convocation.vu.edu.bd) এ প্রবেশ করে আবেদন প্রক্রিয়া ও ফি জমাদানসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। এ ছাড়া অফিসিয়াল ওয়েবসাইট (www.vu.edu.bd) ও ফেসবুক পেজের মাধ্যমেও (www.facebook.com/vu.edu.bd) বিস্তারিত তথ্য জানা যাবে।

বাবাকে ‘আইডল’ মানলেও অনুকরণে নারাজ নবিপুত্র
  • ১২ জানুয়ারি ২০২৬
সজীব গ্রুপে চাকরি, কর্মস্থল ঢাকার ফার্মগেট
  • ১২ জানুয়ারি ২০২৬
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9