টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে যৌথভাবে ষষ্ঠ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:২৪ PM

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ইমপ্যাক্ট র্যাঙ্কিং-২০২৫–এ যৌথভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বুধবার (১৮ জুন) র্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি তালিকা প্রকাশ করে। বিশ্বের ১৩০টি দেশের ২ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ র্যাঙ্কিংয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) পূরণে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়ন করা হয়ে থাকে। জাতিসংঘের মোট ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহের মধ্যে ১৭ নম্বরসহ মিনিমাম তিনটিতে তথ্য দিয়ে আবেদন করতে হয়েছিল।
এর মধ্যে এসডিজি ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ, এসডিজি ৪: গুণগত শিক্ষা, এসজিডি ৫: লিঙ্গ সমতা ক্যাটাগরিতে আবেদন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। সুস্বাস্থ্য ও কল্যাণ ক্যাটেগরিতে ২৬.৮-৪৫.০, গুণগত শিক্ষা ক্যাটেগরিতে ৩৩.৪-৪৬.২., লিঙ্গ সমতা ক্যাটেগরিতে ১৫.৩-৩৮.৭ এবং লক্ষ্যের জন্য অংশীদারিত্ব ক্যাটেগরিতে ২.১-৪৪.৭ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আরও পড়ুন: কিউএস র্যাঙ্কিংয়ে স্থান পেল দেশের ১৫ পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, ‘মর্যাদাপূর্ণ এ র্যাঙ্কিংয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ স্বীকৃতি প্রমাণ করে, ঢাকার বাইরেও একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণায় নেতৃত্ব দিতে পারে। এ অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম রহমতুল্লাহ ইমন বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ১৭টি এসডিজি সূচকের মধ্যে এসডিজি-৪ অর্থাৎ ‘গুণগত শিক্ষা নিশ্চিতকরণ’ লক্ষ্যে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং জ্ঞান সম্প্রসারণে গুণগত মান নিশ্চিত করার নিরলস প্রচেষ্টার প্রমাণ বহন করে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আরও ওপরে স্থান করে নেবে।’