কুইজ ফেস্টে বিজয়ী তিনজন (ক্রেস্ট হাতে) ও অন্যরা © সংগৃহীত
প্রাইম ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘বিজনেস কুইজ ফেস্ট সামার-২০২৫’। ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও ব্যবসায়িক ধারণার উৎকর্ষ প্রদর্শন করে প্রাণবন্ত এক একাডেমিক উৎসবের পরিবেশ সৃষ্টি করেন।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে ব্যবসায় শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তাদের জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করেন। প্রাথমিক রাউন্ড থেকে বাছাই করা ছয়জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন, যেখানে তারা অসাধারণ মেধা, ধৈর্য ও ব্যবসায়িক ধারণার গভীরতা প্রদর্শন করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল রাউন্ড শেষে ৬৩তম ব্যাচের মো. তাইজুর রহমান প্রথম স্থান অর্জন করেন। ৬১তম ব্যাচের মো. নূর নবী ইসলাম রুবেল দ্বিতীয় স্থান ও ৬৭তম ব্যাচের রাফিদ নূর তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদের অনবদ্য পারফরম্যান্সে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর প্রশংসা জানান।
এই কুইজ প্রতিযোগিতা শুধু অ্যাকাডেমিক উৎকর্ষ উদযাপনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা জাগ্রত করেছে। বিজনেস ক্লাব ও ব্যবসায় প্রশাসন বিভাগের এ উদ্যোগ প্রমাণ করে যে তারা শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক শেখার পরিবেশ সৃষ্টিতে অঙ্গীকারবদ্ধ।
এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি ক্যাম্পাস।