ডিআইইউতে ‘স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক ও কাঠামোগত রূপান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ PM
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সংবেদনশীল করা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য কাঠামোগত রূপান্তরের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অর্থনৈতিক রূপান্তরের জন্য উদ্ভাবন, গবেষণা এবং জ্ঞান-বণ্টনে যুব এবং শিক্ষাবিদদের ভূমিকা নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আওতাধীন সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট (এসএসজিপি) আজ রবিবার (১৯ অক্টোবর) ঢাকার বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন হলে ‘বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে স্নাতক এবং কাঠামোগত রূপান্তর: অর্থনৈতিক রূপান্তরে যুব ও শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন। 

সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি ড. মো. সবুর খান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির সভাপতিত্ব করেন। বিশিষ্ট প্যানেল আলোচকদের মধ্যে ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)  বিশিষ্ট ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের  (বিল্ড) সিইও মিসেস ফেরদৌস আরা, প্রকল্প উপদেষ্টা (সরকারের প্রাক্তন সচিব), এসএসজিপি, ইআরডি আব্দুল বাকি।

সেমিনারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম জাহাঙ্গীর বক্তব্য দেন।

এই সেমিনার নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে ইন্টারেক্টিভ সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম করবে এবং বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিভাগ থেকে উত্তরণের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, তিনি বলেন যে স্থগিতকরণ সম্ভব নয় এবং দেশকে এগিয়ে যেতে হবে। তিনি উন্নত মজুরি ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎস অন্বেষণের মাধ্যমে স্বল্পোন্নত-নির্দিষ্ট সুবিধা ছাড়াাই প্রতিযোগিতামূলক প্রান্তে উত্তরণের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। যে চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের সাফল্যের ক্ষমতা রয়েছে এবং তিনি একটি উচ্চ স্তরের পর্যবেক্ষণ কমিটির সঙ্গে একটি কৌশল রূপরেখা তৈরি করেছেন। যাতে এই পরিবর্তন পরিচালনা করা যায় এবং ন্যূনতম ক্ষতি নিশ্চিত করা যায়।

সম্মানিত অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনে শিক্ষার্থী ও যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা উদ্ভাবন, পরিবর্তনশীল অর্থনীতির জন্য দক্ষতা বিকাশ এবং একটি মসৃণ ও লাভজনক উত্তরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক নীতিমালার পক্ষে কাজ করে। তারা কেবল সুবিধাভোগীই নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী যারা একটি দেশকে রপ্তানি বৈচিত্র্যময় করতে, প্রতিযোগিতামূলক কর্মীবাহিনী তৈরি করতে এবং উচ্চ-মধ্যম বা উচ্চ-আয়ের দেশে পরিণত হওয়ার মতো জাতীয় উন্নয়ন লক্ষ্যে অবদান রাখতে পারে।’

ট্যাগ: ডিআইইউ
উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9