এনইউবি ৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত © টিডিসি ফটো
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪১তম সিন্ডিকেট সভা শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য হালিমা সুলতানা জিনিয়া, লাবিবা আব্দুল্লাহ, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।
আরও পড়ুন: ১০৬ পুরিয়া হেরোইনসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
সভায় ৪০তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী এবং ৪০তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া ২৮৮ জন গ্র্যাজুয়েট এবং ১৫৩ জন পোস্টগ্র্যাজুয়েটের ফলাফল অনুমোদনের পাশাপাশি নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের তালিকাও অনুমোদন করা হয়।
এছাড়া সভায় একাডেমিক কাউন্সিলের নতুন সদস্য মনোনয়ন অনুমোদন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি পুনর্গঠন, এবং একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।