ঢাকা বোট ক্লাবে হেনস্তার শিকার ড্যাফোডিল শিক্ষার্থী, ক্ষমা চাইল কর্তৃপক্ষ

ঢাকা বোট ক্লাব
ঢাকা বোট ক্লাব  © ফাইল ফটো

রাজধানীর উত্তরায় অবস্থিত ঢাকা বোট ক্লাবের নিরাপত্তা কর্মীদের দ্বারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষমা চেয়েছে ঢাকা বোট ক্লাব কর্তৃপক্ষ। হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ও এন্ট্রেপ্রেনিউরশিপ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাফওয়ান হোসেন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উত্তরার ১৮ নম্বর সেক্টরে অটোরিকশা করে যাওয়ার সময় এ ঘটনা ঘটেছে। পরে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের কাছে ক্ষমা প্রার্থনা করে ঢাকা বোট ক্লাব।

ভুক্তভোগী সাফওয়ান হোসেন জানান, ঘটনার সময় ঢাকা বোট ক্লাবের সামনে হঠাৎ দেখি তাদের অতিথিদের গাড়ি বের হচ্ছিল। কিন্তু গার্ডরা সঠিকভাবে সিগন্যাল দেয়নি রাস্তায়। তারা এক পাশে সিগন্যাল দিলেও অন্য পাশে দেয়নি। এতে করে একটি বাস হঠাৎ থেমে যায় এবং অতিথির গাড়ির সঙ্গে প্রায় বড় ধরনের দুর্ঘটনা হতে যাচ্ছিল। বাসের যাত্রীরা ক্ষোভে চিৎকার করছিল এবং বলছিল এটি গার্ডদের অবহেলার কারণেই হয়েছে।

‘‘তখন আমি ঘটনাটি দেখে গার্ডদের বলি যে ‘ভুল তো আপনাদের (গার্ডদের), আপনারা সঠিকভাবে সিগন্যাল মেইনটেইন করতে পারেননি।’ এ কথা বলার সাথে সাথেই গার্ডরা আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে। ভেতর থেকে একজন কর্মকর্তা বেরিয়ে এসে বলে, তুই কে? আমি বললাম- আমি ড্যাফোডিলের একজন স্টুডেন্ট। উনি বলে, তুই ড্যাফোডিল স্টুডেন্ট? কোন ** ফালাইস?’’

সাফওয়ান আরও জানান, এরপর প্রায় ১৫-২০ জন গার্ড একসাথে আমাকে ঘিরে ফেলে, ধাক্কাধাক্কি করে, কলার ধরে, হুমকি দেয় এবং শারীরিক ও মানসিকভাবে হয়রানি করে। আমি রিকশার একজন যাত্রী ছিলাম। গার্ডরা জোরপূর্বক আমাকে রিকশাসহ ভেতরে নিয়ে যেতে চেয়েছিল। সেই সময় রিকশাওয়ালা ভদ্রলোক উনাদের পায়ে ধরার উপক্রম হন এবং অনেক অনুরোধ করে বললেন, মামা, ওকে মাফ করে দেন। তখন তারা আমাকে ছেড়ে দেয়।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর ক্ষোভে ফেটে পড়েন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন।

পরে আজ ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক নোটিশে বলা হয়, শুক্রবার রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে ঢাকা বোট ক্লাবের কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের অপ্রত্যাশিত ও অশোভন আচরণের প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক আলোচনা সভার ভিত্তিতে ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।

‘‘ঘটনায় সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে ঢাকা বোট ক্লাবের কোনো কর্মকর্তা বা কর্মচারী দ্বারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তথা অন্যান্য শিক্ষার্থীর প্রতি এমন আচরণ যাতে না ঘটে সে বিষয়ে আমরা সজাগ ও সতর্ক থাকব।”

এই নোটিশে স্বাক্ষর করে ঢাকা বোট ক্লাব লিমিটেডের সেক্রেটারি এম এ সাত্তার।


সর্বশেষ সংবাদ