গকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষা করছেন শিক্ষার্থীরা
ভোট গণনা শেষে ফলাফলের অপেক্ষা করছেন শিক্ষার্থীরা  © টিডিসি ছবি

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। ভোটগণনা শেষে ফলাফল প্রকাশের অপেক্ষা করছেন প্রার্থী ও ভোটাররা।

সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত সময়ের পর আর কোনো ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যারা নির্ধারিত সময়ে ভোট দেওয়ার জন্য লাইনে অবস্থান করছিলেন তারা কেবল ভোট দিতে পেরেছেন। 

এর আগে, সকাল ৯টায় ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছে ৫৭ জন প্রার্থী। নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন নিয়ে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। সর্বশেষ (দুপুরে) পাওয়া তথ্যানুযায়ী, ৬৭ শতাংশ ভোট কাস্ট হয়েছিল। 

এ ছাড়া নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছেন ৩৫০ জন নিরাপত্তাকর্মী। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, যা সরাসরি ট্রান্সপোর্ট চত্বরে সম্প্রচার হচ্ছে এলইডি স্ক্রিনে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও কুইক রেসপন্স টিম দায়িত্ব পালন করছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মতে, এবারের গকসু নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার ফলে ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

ভোটগ্রহণ শেষে ১৯টি কেন্দ্রে চলছে ভোট গণনা। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। ফলাফল প্রকাশের অধির আগ্রহে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!