অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট-বিষয়ক ওয়ার্কশপ

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ PM
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয় © সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অদীবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম-বিষয়ক (আইএসও) ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী ‘আইএসও ১৪০০১:২০১৫ পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস)’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
 
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে এবং এজেএ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে ওয়ার্কশপটির আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন এজেএ বাংলাদেশ লিমিটেডের প্রশিক্ষক ও প্রধান নিরীক্ষক আবু ফাত্তাহ মো. ইসা।
 
তিনি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশ্বিক মানদণ্ড, শিল্পক্ষেত্রে এর বাস্তব প্রয়োগ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্প পরিচালনায় এর গুরুত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।
 
বিশেষ করে তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার (ইএমএস) কার্যকর প্রয়োগ কীভাবে গ্লোবাল সাস্টেইনেবিলিটি নিশ্চিত করতে পারে, সে বিষয়ে তিনি শিক্ষার্থীদের ব্যবহারিক দিকনির্দেশনা দেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি তার বক্তব্যে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু একাডেমিক জ্ঞান নয়, পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক বাস্তবমুখী দক্ষতা অর্জনই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।
 
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব কামরুজ্জামান লিটু বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আইএসও ১৪০০১:২০১৫ ইএমএস ভিত্তিক জ্ঞান শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম। তিনি এই প্রশিক্ষণকে সময়োপযোগী ও প্রশংসনীয় একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে ভবিষ্যৎ কর্মজীবনে প্রয়োগ করে টেকসই শিল্প উন্নয়নে কার্যকর অবদান রাখতে।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার।  কর্মশালার সমাপনী অনুষ্ঠানের সভাপতি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. নূর নবী রাজ উপস্থিত সব অতিথি, প্রশিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, এই ধরনের কর্মশালা টেক্সটাইল সেক্টরের টেকসই উন্নয়নের পথ সুগম করে। পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে আইএসও ১৪০০১:২০১৫ পরিবেশ ব্যবস্থাপনা ব্যবস্থার (ইএমএস) জ্ঞান ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।
 
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা তাদের পেশাগত উন্নয়নের স্বীকৃতি হিসেবে কাজ করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে এজেএ বাংলাদেশ লিমিটেডে। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক, সাদমান শাহরিয়ার মল্লিক।

সন্ত্রাসবিরোধী মামলায় খালাস পেলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির…
  • ১২ জানুয়ারি ২০২৬
‘তিস্তাসহ সব অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেবে বিএনপি’
  • ১২ জানুয়ারি ২০২৬
নতুন অ্যাকাউন্ট ছাড়াই বদলাবে জিমেইলের নাম
  • ১২ জানুয়ারি ২০২৬
চার্জশিট গ্রহনের বিষয়ে শুনানি বৃহস্পতিবার, তিন আইনজীবী নিয়োগ
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, আবেদন শেষ ১৬ জা…
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক আহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9