স্টামফোর্ড ইউনিভার্সিটির কনভোকেশন ২২ নভেম্বর, রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ অক্টোবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত কনভোকেশন ২০২৫। আগামী ২২ নভেম্বর এ কনভোকেশন হবে। দিনটি হবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এক অনন্য উৎসব ও জীবনের নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ একাডেমিক যাত্রার সফল পরিসমাপ্তি উদযাপনের পাশাপাশি এই কনভোকেশন শিক্ষার্থীদের অর্জনকে দেবে গৌরবময় স্বীকৃতি ও ভবিষ্যৎ পথচলার প্রেরণা। কনভোকেশনের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ অক্টোবর।
রেজিস্ট্রেশনের যোগ্যতা
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ব্যাচ ৫১ থেকে ব্যাচ ৭৬ পর্যন্ত এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ব্যাচ ৬১ থেকে ব্যাচ ৮২ পর্যন্ত কনভোকেশন ২০২৫-এ অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীরা নিম্নলিখিত লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে পারবেন: https://stamforduniversity.edu.bd/index.php/convocation-2025। এ ছাড়া সরাসরি রেজিস্ট্রেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
কনভোকেশনে অংশগ্রহণকারীকে অবশ্যই যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, তা হলো তিন (৩) কপি সাম্প্রতিক রঙিন ছবি (ল্যাব প্রিন্ট, সাদা ব্যাকগ্রাউন্ড, রেজুলেশন ৩০০x৩০০ পিক্সেল), যা রেজিস্ট্রেশনের সময় জমা/আপলোড করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর।
আরও পড়ুন: সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হওয়ার পর ৭ কলেজের ১৪০০ বিসিএস ক্যাডারের ভবিষ্যৎ কী?
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের কনভোকেশন ২০২৫-এ রেজিস্ট্রেশন ফি নির্ধারণ হয়েছে সিঙ্গেল ডিগ্রি ৮,০০০ + ১,০০০ = মোট ৯,০০০ টাকা, ডাবল ডিগ্রি ৯,০০০ + ১,০০০ = মোট ১০,০০০ টাকা, শুধু গ্রাজুয়েট অংশগ্রহণ ৭,০০০ + ১,০০০ = মোট ৮,০০০ টাকা। কনভোকেশন গাউনের জন্য জামানত হিসেবে ১,০০০ টাকা জমা দিতে হবে, যা ফেরতযোগ্য।
প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থী সর্বোচ্চ দুজন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতি অতিথির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা (শুধু অভিভাবক/স্বামী/স্ত্রী)।
নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে কোনো শিক্ষার্থী কনভোকেশনে অংশগ্রহণ করতে পারবেন না। বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।