ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য তার বক্তব্যে বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও কার্যকর করতে জনস্বাস্থ্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। এমপিএইচ প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক তৈরি হবে, যা জাতীয় স্বাস্থ্য উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি আইএসইউ জনস্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এই প্রোগ্রাম শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করবে।

প্রথম ব্যাচের শিক্ষার্থীরা জানান, দেশের স্বাস্থ্যব্যবস্থা ও জনস্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক অবদান রাখার অঙ্গীকার নিয়ে তাদের এমপিএইচ শিক্ষা যাত্রা শুরু করেছেন। তারা বিশ্বাস করেন, এই উচ্চশিক্ষা তাদের আধুনিক জ্ঞান, গবেষণার দক্ষতা এবং প্রয়োজনীয় পেশাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ করবে, যা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রধান ডাক্তার ফাহমিদা বিনতে মেসবাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার শফিকুল ইসলাম, প্রফেসর শাহনাজ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর মোহাম্মদ আলী।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও প্রতিষ্ঠান থেকে এ বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রামের প্রথম ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজ বিভাগে দাপট দেখালেন শিবিরের ভিপি প্রার্থী রিয়াজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
আরও পাঁচ কেন্দ্রের ফল প্রকাশ, শীর্ষ ৩ পদে ব্যবধান বাড়াচ্ছে …
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নতুন নাম ‘অপরাজিতা’
  • ০৭ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রথম অপেক্ষমান তালিকায় ৭ হাজারের বেশি শিক্ষার…
  • ০৭ জানুয়ারি ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২…
  • ০৭ জানুয়ারি ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ
  • ০৭ জানুয়ারি ২০২৬