গণ বিশ্ববিদ্যালয়ে পর্দা নামল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার

বিজয়ী দলের খেলোয়াড়রা
বিজয়ী দলের খেলোয়াড়রা  © টিডিসি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নেমেছে আন্তঃবিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতার। এতে ছেলেদের খেলায় ইংরেজি বিভাগকে হারিয়েছে বাংলা বিভাগ এবং মেয়েদের খেলায় ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ।

রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইংরেজি বিভাগকে ২-১ গোলে পরাজিত করে বাংলা বিভাগ এবং সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মেয়েরা ১-০ গোলে পরাজিত করে ইংরেজি বিভাগকে।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের (ছাত্র) হয়েছেন বাংলা বিভাগের ফয়সাল আহমেদ শিতল এবং ম্যাচ সেরা খেলোয়াড় একই বিভাগের চ্যাংলক। এছাড়া ১০টি গোল করে সেরা গোলদাতা ইংরেজি বিভাগের কাফসাত তাইয়্যুশ এবং সেরা গোলকিপার একই বিভাগের রবিন।

মেয়েদের খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ইংরেজি বিভাগের সেলিনা আক্তার এবং সেরা গোলকিপার একই বিভাগের মীম। ১০টি গোল করে সেরা গোলদাতা এবং ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম  বিভাগের মার্জিয়া আক্তার।

দিনের শুরুতে ছেলেদের খেলায় প্রথমে নজরুলের পেনাল্টি গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলা বিভাগ এরপর প্রথমার্ধেই পেনাল্টিতে গোল করে ইংরেজি বিভাগের তাইয়্যুশ। এতে খেলায় সমতা ফিরে। খেলার দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের প্রায় শেষ সময়ে বাংলা বিভাগের হয়ে গোল করে বিজয় নিশ্চিত করে চ্যাংলক। 

অপর দিকে দিনের দ্বিতীয় খেলায় মেয়েদের ম্যাচে পেনাল্টির মাধ্যমে একমাত্র গোলে ইংরেজি বিভাগকে হারিয়ে বিজয় সুনিশ্চিত করে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের অধিনায়ক মার্জিয়া।

খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় তিনি বলেন, ‘আজকের দিনটি খুবই প্রতীক্ষিত। ফুটবল প্রতিযোগীতায় চ্যালেঞ্জ ছিলো, কখন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তা নিয়ে সবসময়ই শঙ্কা ছিলো। তবে সব প্রতিকূলতা কাটিয়ে সুন্দর এবং সুষ্ঠু প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এরজন্য খেলোয়াড়, ক্রিড়া কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে প্রতিযোগিতার এমন চর্চা অব্যাহত থাকবে এবং জাতীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা অবদান রাখবে।’

এ সময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের আয়োজনে ছেলেদের ১৭টি দল ও মেয়েদের ১৪টি দল অংশগ্রহণ করে। গত ২৪ আগস্ট এ প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল।


সর্বশেষ সংবাদ