ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে স্থায়ী ঠিকানার পথে ফেনী ইউনিভার্সিটি 

২৮ আগস্ট ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ PM
ফেনী ইউনিভার্সিটির লোগো

ফেনী ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

স্থায়ী ক্যাম্পাসহ নানা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় শর্শদী ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার সংলগ্ন ইউনিভার্সিটির নির্ধারিত স্থানে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও বর্তমান সদস্য আবদুস সাত্তার ও মেম্বার সেক্রেটারি ডা. এ এস এম টি উল্লাহ চৌধুরী বায়জিদ।

বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও বর্তমান সদস্য আবদুস সাত্তার বলেন, ফেনী ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের কাজ আরও আগেই শুরু হওয়ার কথা ছিল। তবে নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। আজকের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এ ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার সুযোগ পাবে।
  
এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ট্রেজারার মোহাম্মদ এনায়েতুল্লাহ, সদস্য আলতাফ হোসেন ও বদরুল আহসান, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা, ডেপুটি রেজিস্ট্রার শাহ আলমসহ ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

এর আগে গত ২৭ আগস্ট দুপুরে ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। এতে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বোর্ড অব ট্রাস্টিজের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে 'উন্নয়ন সমন্বয় কমিটি' গঠন করা হয়েছে। বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার সেক্রেটারি ডা. এ এস এম টি উল্লাহ চৌধুরী বায়জিদকে আহ্বায়ক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য হিসেবে রয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবদুস সাত্তার, সিনিয়র ভাইস চেয়ারম্যন মো. নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যন আবদুর রইচ কাইজার, ট্রেজারার মোহাম্মদ এনায়েতুল্লাহ, সদস্য আলতাফ হোসেন, ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেম, ট্রেজারার (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন, রেজিস্ট্রার প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ভূঞা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আলী আকবর সিয়াম, মেনটেইনেন্স অফিসার জালাল আহমেদ। কমিটিতে ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন, ইংরেজী বিভাগের কাজী আল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহমুদুল হাসান চৌধুরী ও আইন বিভাগের সৈকত হোসেন সজীব।
 
স্থায়ী ক্যাম্পাসসহ নানা দাবিতে ১৮ আগস্ট থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে ২০ আগস্ট রাতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন।

প্রসঙ্গত, গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা ইউনিভার্সিটির উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। পরবর্তী সময়ে আবারও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিবর্তন হয়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করে।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9