দুই শিক্ষককে প্রকাশ্যে হত্যা প্ররোচনার অভিযোগ,  ২৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের উদ্বেগ-নিন্দা

১৮ আগস্ট ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:৪৫ PM
ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও লেকচারার আসিফ মাহতাব

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও লেকচারার আসিফ মাহতাব © সংগৃহীত

প্রকাশ্যে হত্যা প্ররোচনার শিকার দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন দেশের ২৫০ জন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষক। তারা এক যৌথ বিবৃতিতে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, সম্প্রতি সংঘটিত এক গভীর উদ্বেগজনক ও নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাফওয়ান চৌধুরী রেবিল নামক জনৈক ট্রান্সজেন্ডার 'Antarctica Chowdhury' নামে পরিচালিত তার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আইইউবি-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার আসিফ মাহতাব উৎস-এর বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার প্ররোচনা প্রদান করেছে।’

বিবৃতিতে জানায়, ‘উক্ত অ্যাকাউন্ট থেকে নৃশংস ও অমানবিক চিত্র ব্যবহার করে দুইজন সম্মানিত শিক্ষকের শিরচ্ছেদকৃত মাথা ও বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ প্রদর্শন করে কিছু পোস্ট প্রকাশ করা হয়েছে, যার ভাষা ও উপস্থাপনা সরাসরি হত্যার উস্কানি প্রদান করে। এই কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্যই নয়, বরং দেশের সামাজিক স্থিতি, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্যও এক ভয়াবহ হুমকি। এ ধরনের প্রকাশ্য হত্যার প্ররোচনা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২৬ এবং দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হত্যার প্ররোচনা এবং হুমকির হুমকির পরিপ্রেক্ষিতে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং  আসিফ মাহতাব উৎস থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আমরা যথাযথ তদন্তপূর্বক বিচার দাবী করছি।’ 

বিবৃতিতে আর বলা হয়, ‘ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন খ্যাতিমান লেখক, সমাজসেবক ও আন্তর্জাতিক মানের গবেষক, যিনি বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া, ডেঙ্গু ও শিশুদের স্থূলতা বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন। অপরদিকে, আসিফ মাহতাব উৎস একজন সাহসী শিক্ষক ও জনপ্রিয় বক্তা, যিনি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন। তারা উভয়েই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সর্বদাই অবিচল থেকেছেন।’

তারা বলেন, ‘একজন চরমপন্থী কর্তৃক দেশের দুইজন সুপরিচিত বিশ্ববিদ্যালয় শিক্ষককে  প্রকাশ্যে হত্যার প্ররোচনা প্রদান অত্যন্ত উদ্বেগজনক এবং একটি সভ্য সমাজে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি কেবল দুইজন শিক্ষকের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং স্বাধীন ও দায়িত্বশীল মতপ্রকাশের অধিকার রক্ষার প্রশ্নও বটে। দ্রুততম সময়ে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিক্ষুব্ধ করে তুলতে পারে যা দেশের স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।’

২৫০ জন শিক্ষকের বিবৃতিতে আরো বলা হয়, ‘সাফওয়ান চৌধুরী রেবিল - যে নিজেকে সাহারা চৌধুরী নামে পরিচয় দিয়ে ট্রান্সনারী হিসেবে প্রকাশ করে থাকে – সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। প্রকাশ্যে হত্যার প্ররোচনার বিষয়টি অবগত হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কৃত করা হয়। এটি একটি ভালো উদ্যোগ কিন্তু যথেষ্ট নয়। এই চরমপন্থী সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।’
 
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয় ‘আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানাই—অবিলম্বে চিহ্নিত অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পায়।’

বিবৃতি প্রদানকারী ২৫০ জন শিক্ষকের মধ্যে রয়েছেন: ৭৫ জন প্রফেসর, ৪৪ জন অ্যাসোসিয়েট প্রফেসর, ৬৫ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ৬৬ জন লেকচারার।

বিবৃতি প্রদানকারীদের মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ জন, সাস্টের ১৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন, বুটেক্সের ১৪ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ জন, বুয়েটের ২ জন, বিভিন্ন মেডিকেল কলেজের ১২ জন সহ অনান্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষকগণ রয়েছেন। বিবৃতি প্রদানকারী শিক্ষকদের বিস্তারিত তালিকা www.mullobodh.com ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিপ্রদানকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, বুটেক্সের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, ডুয়েটের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান, মেডিকেল কলেজ ফর ওমেন অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডাক্তার মিলিভা মোজাফফর, বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9