বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত

১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ PM
বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারি) বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এ ফেস্টে নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা হয়। 

ফেস্টটির পরিবেশনায় ছিল বিজিএমইএ, কেডিএস ও প্রাইম ব্যাংক। সার্বিক সহযোগিতায় অংশ নেয় সেন্ট্রো, ফ্যাশন স্টেপ গ্রুপ, ফকির ফ্যাশন, শিন শিন গ্রুপ, এফপিজি ও মাসকো গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, আরএইচ করপোরেশন এবং এশিয়ান অ্যাপারেলস লিমিটেড। অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে চ্যানেল ২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক কালের কণ্ঠ, রেডিও টুডে, দ্য ডেইলি ক্যাম্পাস, টেক্সটাইল ফোকাস ও টেক্সটাইল টুডে।

দুই দিনব্যাপী এ আয়োজনে ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে ১০ হাজারের বেশি চাকরিপ্রার্থী সরাসরি অংশ নেন এবং প্রায় ৪০ হাজার দর্শনারীর উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। চাকরিপ্রার্থীরা অন-দ্য-স্পট সাক্ষাৎকার, সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও শিল্পখাতের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার এবং প্যানেল আলোচনায় অংশ নেন।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, পরিচালক নাফিস উদ দৌলা ও মোহাম্মদ সোহেল, আইটিইটি’র চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম, সুইসটেক্স লিমিটেডের চেয়ারম্যান শিব্বির মাহমুদ, আইটিইটি অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এহসানুল করিম কায়সার এবং প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. এম. মাহবুব হাসান। 

বক্তারা তাদের বক্তব্যে বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক কর্মবাজারে ইংরেজি ভাষায় দক্ষতা, নেতৃত্বগুণ এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু সনদ বা ডিগ্রি দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য যথেষ্ট নয়; পেশাগত জীবনে নেতৃত্ব দিতে হলে শক্তিশালী যোগাযোগ দক্ষতা অপরিহার্য। 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন ত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করল জামায়াত জোট, কোন দল কতটি আসন পে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নিজেদের ভোট দিয়ে হিসাব নিয়ে ঘরে ফিরতে যুবকদের আহ্বান জামায়া…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের অনুমতি দিল নির্বাচন কমিশন
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬০ জন
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9